প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:26 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:17 AM

যুগপৎ আন্দোলনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ১৪ দফা ঘোষণা

মহসীন কবির: সরকারবিরোধী যুগপৎ আন্দোলন, সরকার ও শাসন ব্যবস্থার বদলের লক্ষ্যে ১৪ দফা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। ফেসবুক লাইভ

দাবিগুলো হচ্ছে- বর্তমান সংসদ বিলুপ্ত করা, সরকারের অনতিবিলম্বে পদত্যাগ, অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ, আরপিও সংশোধন, প্রয়োজনীয় প্রশাসনিক পরিবর্তন, ইভিএম পদ্ধতি বাতিল করে পেপার ব্যালটের মাধ্যমে ভোট এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা।

পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি, রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কারসহ বেশ কিছু দাবি তুলে ধরেছে গণতন্ত্র মঞ্চ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব